ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উইঘুর মুসলিম চিকিৎসককে মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ৪৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

চীনের উইঘুর মুসলিম চিকিৎসক গুলশান আব্বাসকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটি। তার অপরাধ যুক্তরাষ্ট্রে প্রবাসী তার পরিবারের সদস্যরা মানবধিকারকর্মীর কাজ করে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ওই ডাক্তারকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি (সিইসিসি) বুধবার চীনের প্রতি ওই আহ্বান জানিয়েছে।

গুলশান আব্বাস নামে ওই উইঘুর চিকিৎসক ২০১৮ সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন। এর পর গত বছরের মার্চ মাসে চীন সরকার তাকে সন্তাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেয়। ওই চিকিৎসকের মেয়ে জিবা মুরাত দ্বিপক্ষীয় মার্কিন কংগ্রেসনাল-এক্সিকিউটিভ কমিশন অফ চায়নার (সিইসিসি) সঙ্গে আয়োজিত এক সভায় দাবি করেন, গত বছরের মার্চে তারা জানতে পারেন, তার মাকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মিথ্যা অভিযোগ এনে ২০ বছরের সাজা দিয়েছে চীন সরকার। এর আগে ২০১৮ সালে তিনি নিখোঁজ হন।

বৃহস্পতিবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে আব্বাসকে একটি “সন্ত্রাসী” সংগঠনে যোগদান, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করা এবং “সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করতে জনসভায় একত্রিত হওয়ার” অপরাধের জন্য সাজা দেওয়া হয়েছে।

এ দিকে গুলশান আব্বাসের বোন রুশান আব্বাস বলেন, আমি ও আমার ভাই রিশাদ আব্বাস যুক্তরাষ্ট্রে ইউঘুরদের বন্দিশিবিরে আটক রাখার প্রতিবাদে সভা-সমাবেশ করায় আমার বোনকে মিথ্যা মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিরি আরো বলেন, আমাদের ওপর নির্যাতন বন্ধ না করলে এবং আমার বোনকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উইঘুর মুসলিম চিকিৎসককে মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৪:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

ভয়েস ডিজিটাল ডেস্ক

চীনের উইঘুর মুসলিম চিকিৎসক গুলশান আব্বাসকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটি। তার অপরাধ যুক্তরাষ্ট্রে প্রবাসী তার পরিবারের সদস্যরা মানবধিকারকর্মীর কাজ করে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ওই ডাক্তারকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি (সিইসিসি) বুধবার চীনের প্রতি ওই আহ্বান জানিয়েছে।

গুলশান আব্বাস নামে ওই উইঘুর চিকিৎসক ২০১৮ সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন। এর পর গত বছরের মার্চ মাসে চীন সরকার তাকে সন্তাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেয়। ওই চিকিৎসকের মেয়ে জিবা মুরাত দ্বিপক্ষীয় মার্কিন কংগ্রেসনাল-এক্সিকিউটিভ কমিশন অফ চায়নার (সিইসিসি) সঙ্গে আয়োজিত এক সভায় দাবি করেন, গত বছরের মার্চে তারা জানতে পারেন, তার মাকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মিথ্যা অভিযোগ এনে ২০ বছরের সাজা দিয়েছে চীন সরকার। এর আগে ২০১৮ সালে তিনি নিখোঁজ হন।

বৃহস্পতিবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে আব্বাসকে একটি “সন্ত্রাসী” সংগঠনে যোগদান, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করা এবং “সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করতে জনসভায় একত্রিত হওয়ার” অপরাধের জন্য সাজা দেওয়া হয়েছে।

এ দিকে গুলশান আব্বাসের বোন রুশান আব্বাস বলেন, আমি ও আমার ভাই রিশাদ আব্বাস যুক্তরাষ্ট্রে ইউঘুরদের বন্দিশিবিরে আটক রাখার প্রতিবাদে সভা-সমাবেশ করায় আমার বোনকে মিথ্যা মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিরি আরো বলেন, আমাদের ওপর নির্যাতন বন্ধ না করলে এবং আমার বোনকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাব।