ঈদগাহে ও খোলা জায়গায় ঈদের জামাতে বাধা নেই

- আপডেট সময় : ০৮:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
জাতীয় ঈদগাহে ১ লাখ ২০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারেন: ছবি সংগ্রহ
এবারের ঈদুল আযাহার জামায়াত মসজিদের পাশাপাশি ঈদগাহ এবং খোলা স্থানেও আয়োজন করা যাবে। এই খবরে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বইছে স্বস্তির আনন্দ।
করোনাকালে যেখানে মসজিদে নামাজ আদায় করা নিয়ে বিধিনিষেধ তথা সীমিত সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে দৈহিক দূরত্ব মেনে নামাজ আদায়ের নির্দেশনা ছিলো, সেখানে ঈদগাহে ঈদের নামাজ আদায় বড় আনন্দের বার্তা।
ঈদুল আযহার নামাজের জামাত মসজিদের পাশাপাশি ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনে বাধা নেই বলে সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রক।

বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে থাকে কিশোরঘঞ্জের সোলাকিয়া ময়দানে।
মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, করোনা অতিমারিতে স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে
আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আজহার জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়ে থাকে।
নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে ঈদের নামাজের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুমুক্ত করতে হবে। মুসল্লিদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে মসজিদে এসে জামাতে অংশ নিতে বলা হয়েছে।