ঈদকে সামনে রেখে চালু হচ্ছে গণপরিবহন
- আপডেট সময় : ০৮:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদকে সামনে রেখে সরকার গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে। বিক্ষোভ না দেখিয়ে ধৈর্য দরুন। ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে সরকার। শনিবার এমন কথাই জানালের শাসক দলের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রেস ব্রিফিংয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান।
রবিবার দেশব্যাপী গণপরিবহন শ্রমিকদের বিক্ষোভ দেখানোর পুর্বঘোষিত কর্মসূচির আগের দিন গণপরিবহন চালুর আভাস দিলেন ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, ‘লকডাউনের’ পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে ও ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকার।
কাদের বলেন, ঈদ, রমজান, শ্রমজীবী মানুষ এবং ব্যবসার কথা বিবেচনায় নিয়ে দোকানপাট, শপিংমল খুলে দেওয়া হয়েছে। সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের সহজাত ঐতিহ্য।
এসময় বঙ্গবন্ধুর উদাহরণ টেনে বলেন, ৭০ সালের ১২ নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড়ে জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তখন বঙ্গবন্ধু নির্বাচন কর্মকাণ্ড স্থগিত করে বলেছিলেন নির্বাচন বড় নয়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোই এখন রাজনীতি। তিনি ছুটে গিয়েছিলেন দুর্গত মানুষের মাঝে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বকে পবিত্র সেবা হিসেবে নিয়েছে।
তিনি বলেন, বিএনপি করোনা নিয়ে যতই অপপ্রচার করুক তা জনগণ বিশ্বাস করে না। শেখ হাসিনার মানবিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা অবিচল আর জনগণের প্রতি সুদৃঢ় কমিটমেন্ট থেকেই সরকার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
করোনাকে পুঁজি করে যারা অপপ্রচারের বাণিজ্য করছে তারাই প্রকারান্তরে নানা অনিয়মের প্রশ্রয় দাতা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।