ইমক্যাব নির্বাচনে বাসুদেব সভাপতি, মাছুম সাধারণ সম্পাদক আমিনুল হক কোষাধ্যক্ষ নির্বাচিত
- আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ২৫৮ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট, ঢাকা
বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান) সভাপতি, মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ/ ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আমিনুল হক (উত্তরবঙ্গ সংবাদ/নিউজভ্যানগার্ড টিভি)। বৃহস্পতিবার বেলা ১১ টায় ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সংগঠনের উপদেস্টা হারুন হাবীব।
নির্বাচিত অন্যরা হচ্ছেন, সহ সভাপতি লায়েকুজ্জামান (দৈনিক দিন দর্পণ, কলকাতা), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই), সাংগঠনিক সম্পাদক আবু আলী ( দৈনিক আমার অসম) এবং নির্বাহী সদস্য কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা), দীপ আজাদ (টাইমস নাউ টিভি), রাজিব খান (জি আকাশ মিডিয়া) ও মনজুর আহমেদ অনিক (দৈনিক আজকের ফরিয়াদ, আগরতলা)। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা) পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য থাকবেন।
প্রসঙ্গত, ইমক্যাব নির্বাচনের (২০২১-২০২২) ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৮ এপ্রিল। গত ৩ এপ্রিল ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময়। গত ৫ এপ্রিল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সকাল ১১ টায় সংগঠনের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপণ করেন বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ। এছাড়া কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ। আলোচনায় অংশ নেন উপদেস্টা হারুন হাবীব, সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ, মীর আফরোজ জামান, আমিনুল হক ভুইয়া, আবু আলী, মনজুর আহমেদ অনিক, জাকির হোসেন প্রমুখ।