ইফতার পার্টি না করে সেই অর্থ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান: শেখ হাসিনা
- আপডেট সময় : ০৬:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ইফতার পার্টি না করে সেই অর্থ নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ মার্চ) মন্ত্রীপরিষদ বৈঠকে এই আহ্বান জানান। তিনি বলেছেন, ইফতার পার্টি না করে সেই অর্থ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
এছাড়া আট বিভাগে আধুনিক কৃষিপণ্যে সংরক্ষণের জন্য গুদাম নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে সকল মৌসুমে পণ্যে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী দুটি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এর একটি হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকে যাতে করে কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলা যায়, সেজন্য কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন।
আরেকটি হচ্ছে, প্রধানমন্ত্রী আট বিভাগে পর্যায়ক্রমে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশনা। তাতে অফ সিজনে বিভিন্ন কৃষি পণ্যের দাম বেড়ে যায় বা সংরক্ষণের সুযোগ কম থাকে। সেজন্য তিনি আধুনিকতম সংরক্ষণাগার তৈরি করতে বলেছেন।
সেখানে ভিন্ন ভিন্ন চেম্বার থাকবে। যে পণ্যের জন্য যে তাপমাত্রা, তা মেইনটেন করে যাতে পণ্যগুলো সংরক্ষণ করে বাজারের সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ফলোআপ করা হবে। রমজানের প্রস্তুতি হিসেবে কে কী করছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।