ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইউনূসের ঘোষণায় জাতি আশ্বস্ত, যেনতেন নির্বাচন চায় না: জামায়াত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

ইউনূসের ঘোষণায় জাতি আশ্বস্ত, যেনতেন নির্বাচন চায় না: জামায়াত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় জাতি আশ্বস্ত।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টার সম্ভাব্য নতুন সময় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে জামায়াতে ইসলামীর তরফে শুক্রবার রাতে দেয়া বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান একথা বলেন।

জামায়াতের আমির বলেন, প্রধান উপদেষ্টার এ ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। এ সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জাতি আশা করছে।

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়ার ভাষণে বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।

গত ডিসেম্বর থেকে ইউনূস বলে আসছিলেন, নির্বাচন কবে হবে তা নির্ভর করবে সংস্কার কতটা করা হবে তার ওপর। গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আর আরো কিছু সংস্কার করলে আগামী বছরের জুনের মধ্যে ভোট করা যাবে। তবে নির্বাচন জুনের পরে যাবে না, সেটাও তিনি বলেছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার ঈদুল আযাহার দিন মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ গ্রামের ঈদগা ময়দানে ঈদেও নামাজ শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতি কোনো যেনতেন নির্বাচন চায় না।

ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু বিচার, নির্বাচন কমিশনের সংস্কার, একটি জুলাই ঘোষণাপত্র এবং ভোটের একটি সমতল মাঠ বা সমান সুযোগ নিশ্চিত করা গেলে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।

জামায়াত আমির বলেন, দেশের মানুষ পরপর তিনবার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবার নতুন ভোটার এবং যুব সমাজকে ভোট প্রদানের সুযোগ করে দিতে হবে।

যদি প্রধান উপদেষ্টা কোনো সহযোগিতা চান, জামায়াত তা দিতে প্রস্তুত। দেশের বর্তমান সংকট নিরসন হওয়া অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন।

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, এটি ত্যাগ, আত্মনিয়োগ এবং আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।

দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউনূসের ঘোষণায় জাতি আশ্বস্ত, যেনতেন নির্বাচন চায় না: জামায়াত

আপডেট সময় : ০৯:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় জাতি আশ্বস্ত।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টার সম্ভাব্য নতুন সময় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে জামায়াতে ইসলামীর তরফে শুক্রবার রাতে দেয়া বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান একথা বলেন।

জামায়াতের আমির বলেন, প্রধান উপদেষ্টার এ ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে। এ সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জাতি আশা করছে।

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়ার ভাষণে বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।

গত ডিসেম্বর থেকে ইউনূস বলে আসছিলেন, নির্বাচন কবে হবে তা নির্ভর করবে সংস্কার কতটা করা হবে তার ওপর। গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আর আরো কিছু সংস্কার করলে আগামী বছরের জুনের মধ্যে ভোট করা যাবে। তবে নির্বাচন জুনের পরে যাবে না, সেটাও তিনি বলেছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার ঈদুল আযাহার দিন মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ গ্রামের ঈদগা ময়দানে ঈদেও নামাজ শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতি কোনো যেনতেন নির্বাচন চায় না।

ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু বিচার, নির্বাচন কমিশনের সংস্কার, একটি জুলাই ঘোষণাপত্র এবং ভোটের একটি সমতল মাঠ বা সমান সুযোগ নিশ্চিত করা গেলে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।

জামায়াত আমির বলেন, দেশের মানুষ পরপর তিনবার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবার নতুন ভোটার এবং যুব সমাজকে ভোট প্রদানের সুযোগ করে দিতে হবে।

যদি প্রধান উপদেষ্টা কোনো সহযোগিতা চান, জামায়াত তা দিতে প্রস্তুত। দেশের বর্তমান সংকট নিরসন হওয়া অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন।

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, এটি ত্যাগ, আত্মনিয়োগ এবং আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।

দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।