আল জাজিরার টিভির প্রতিবেদন বাস্তবভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল রিপোর্ট
‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদন বাস্তবভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আল জাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে। আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়।
আমি মনে করি বাংলাদেশ এ সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আল জাজিরা যা প্রকাশ করেছে, তা এদেশের জনগণ বিশ্বাস করেন না।
এই অপপ্রচারের কারণ জানতে চাইলে তিনি বলেন, একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিলো। প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে চলতে হয়েছে। এটিও নতুন আরেকটি ষড়যন্ত্র।