ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভাসানচর নিয়ে আলজাজিরার সর্বশেষ প্রতিবেদন ভুল তথ্যের ভিত্তিতে তৈরি এবং এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের প্রতি প্রতিহিংসার অংশ। মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, আলজাজিরার উদ্দেশ্য মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে যে, ঘূর্ণিঝড়ের মৌসুম সন্নিকটে, ভাসানচরে রোহিঙ্গারা তীব্র ঝড়ের কবলে পড়তে পারে এবং সেখানে খাদ্যসংকট দেখা দিতে পারে।
তিনি বলেন, প্রতিবেদনে কিছু ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। কিন্তু তাদের মুখ ঢাকা ছিল। মিথ্যা সংবাদ প্রচারই তাদের কাজ। তাই এ বিষয়ে কিছু বলার নেই। বিদেশমন্ত্রী গণমাধ্যমকে আরও বলেন, ভাসানচর সরেজমিনে ঘুরে আসা জাতিসংঘের প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সরকারকে প্রাথমিক একটি ইতিবাচক প্রতিবেদন দিয়েছে। ভাসানচর আশপাশের দ্বীপগুলোর চেয়েও নিরাপদ।