আট ব্যাংক নেবে ৯২২ সিনিয়র অফিসার
- আপডেট সময় : ০৭:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
আটটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’–এর ৯২২টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৮৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন), মতিঝিল, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার আগে মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।
যেসব কাগজপত্র জমা দিতে হবে
১.
পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে আবেদনের সমর্থনে দলিলাদি জমাদান বিষয়ে প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত নিজ হাতে লিখিত আবেদনপত্র।
২.
সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৩.
সংশ্লিষ্ট পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র।
৪.
আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে ইস্যুকৃত জাতীয়তা সনদ বা নাগরিক সনদ (বিবাহিত নারী প্রার্থীরা তাঁদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন।
৫.
শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তান কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।
৬.
ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।
৭.
শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কোটার প্রাপ্যতার সপক্ষে প্রমাণক দলিলাদি।
৮.
চাকরিরত প্রার্থীর নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।