ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আগামী মার্চে ঢাকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০ ৪৮৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে রজতজয়ন্তী অনুষ্ঠান পালন করবে বাংলাদেশ। এসময় বাংলাদেশের চিলাহাটি-হলদিবাড়ি রেলযোগাযোগেরও উদ্বোধন করবেন বাংলাদেশ-ভারতের দুই প্রধানমন্ত্রী। এরই মধ্যে বাংলাদেশের চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত ভারতের সঙ্গে ৫ম রেলসংযোগের কাজ সম্পন্ন হয়েছে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বাংলাদেশ-ভারতের কূটনীতি সম্পর্কেরও ৫০ বছর। এই উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর ২৬ মার্চ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

তাছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ড. মোমেন বলেন, এসব তথ্য জানান। ড. মোমেন আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ড. এ কে আবদুল মোমেন। প্রসঙ্গত, ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ৬ অক্টোবর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন।


৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। ঢাকায় যোগদানের পরই ব্যস্তসময় পার করছে ভারতীয় এই কূটনীতিক। এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী মাহবুব আলী, নৌপরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে নিলেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী মার্চে ঢাকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপডেট সময় : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০

ভয়েস রিপোর্ট

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে রজতজয়ন্তী অনুষ্ঠান পালন করবে বাংলাদেশ। এসময় বাংলাদেশের চিলাহাটি-হলদিবাড়ি রেলযোগাযোগেরও উদ্বোধন করবেন বাংলাদেশ-ভারতের দুই প্রধানমন্ত্রী। এরই মধ্যে বাংলাদেশের চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত ভারতের সঙ্গে ৫ম রেলসংযোগের কাজ সম্পন্ন হয়েছে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বাংলাদেশ-ভারতের কূটনীতি সম্পর্কেরও ৫০ বছর। এই উপলক্ষ্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর ২৬ মার্চ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

তাছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ড. মোমেন বলেন, এসব তথ্য জানান। ড. মোমেন আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ড. এ কে আবদুল মোমেন। প্রসঙ্গত, ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ৬ অক্টোবর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন।


৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। ঢাকায় যোগদানের পরই ব্যস্তসময় পার করছে ভারতীয় এই কূটনীতিক। এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী মাহবুব আলী, নৌপরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে নিলেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।