তদন্তকারীদের মতে, এই এক বছর পরে আসিফ ফিরে আসে ভিন্ন মূর্তিতে। কিশোর বয়সেই সে পরিবারের কর্তা হয়ে ওঠে। তার নির্দেশ ভেঙে বাইরের লোকজনের সঙ্গে পরিবারের অন্যান্যরা কথাবার্তা বললে সে তাঁদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত বলেও অভিযোগ।
এ সব দেখে তদন্তকারীদের ধারণা, ‘অজ্ঞাতবাসে’ থাকার সময় ইন্ডিয়ান মুজাহিদিন বা অন্য কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল সে। সেখানে প্রশিক্ষণ পেয়েই সাইবার অপরাধে অভ্যস্ত হয়ে ওঠে। হয়ে ওঠে ‘পাকা’ অপরাধীও।
ইতিমধ্যেই পাসওয়ার্ড ক্র্যাক করে আসিফের দামি দামি ল্যাপটপগুলির হার্ডডিস্কের অন্দরে ঢুকতে পেরেছেন গোয়েন্দারা। তাঁদের মতে, কম্পিউটারের ‘হিস্ট্রি’ থেকে জানা গিয়েছে, আসিফ যে যে ওয়েবসাইটে ঘোরাফেরা করত, সেগুলি ভারতে নিষিদ্ধ। সে সেক্স চ্যাটও করত।
একইসঙ্গে বাড়ির পাশেই ওই রকম অদ্ভুতদর্শন নির্মাণ ঘিরেও জোরালো সন্দেহ গোয়েন্দাদের। যা একান্তই আসিফের মস্তিষ্কপ্রসূত। ওই নির্মাণের পিছনে অনেক সূত্র লুকিয়ে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সূত্র আনন্দবাজার