ছবি: সংগৃহীত
জুলাই মাস থেকেই আইপি টিভির অনুমোদন শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশের সম্প্রচার ও তথ্য মন্ত্রী তথা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার সচিবালয় তথ্য মন্ত্রকে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইতোমধ্যেই রেজিস্ট্রেশনের আবেদন আহ্বান করেছি। সব মিলিয়ে ৬০০ এর মতো আবেদন পড়েছে। এ মাসের মধ্যেই কিছুর অনুমোদন দেবো।
নীতিমালায় বলা হয়েছে, আইপিটিভি রেজিস্ট্রেশনের অনুমোদন দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।
সদ্য গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা আইপি টিভির বিষয়ে তিনি বলেন, যেহেতু এখনও অনুমোদন দেওয়া শুরু করা হয়নি তাই কোনোটারই অনুমোদন নেই। হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভিরও অনুমোদন নেই।
তথ্যমন্ত্রী আরও বলেন, কিছু আইপি টিভির বিরুদ্ধে অভিযোগ আছে, সেগুলো ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়। নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার ও সংবাদ পরিবেশন করে।
এমন কোনো অভিযোগ আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা নিই। ইতোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার (হেলেনা জাহাঙ্গীর) ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।