ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ২৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ

অক্সিজেন সংকট কয়েকঘণ্টার ব্যবধানে এক হাসপাতালে ২৫ রোগীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

অক্সিজেন সংকটের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লীর একটি হাসপাতালে মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে গত রাতে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাসপাতালটির চিকিৎসা পরিচালক ড. ডিকে বালুজা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের হাসপাতালের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলোর সরবরাহ সন্ধ্যা ৫টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু এগুলো এসে পৌঁছায় মধ্যরাতে। ফলে এরই মধ্যে ২৫ জন রোগী মৃত্যু হয়েছে।

অন্তত ২১৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন এবং তাদের সকলের জন্যই অক্সিজেন প্রয়োজন বলে জানান তিনি।

জয়পুর গোল্ডেন হাসপাতালের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে সহায়তার জন্য আর্জি জানানো হয়েছে। বলা হয়েছে, হাসপাতালে বড় ধরনের মানবিক ট্রাজেডি আসতে চলেছে। ইতিমধ্যে ২৫টি জীবন হারিয়েছি। আমরা অক্সিজেনের জন্য সহায়তা চাচ্ছি। আপনাদের আগে আমাদের চিকিৎসকরা আছেন। দয়া করে জীবন বাঁচান।

অন্যদিকে, ভারতে করোনায় দৈনিক মৃত্যু এক লাফে দুই হাজার ৬২৪ এ। একইসময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার মানুষ। একদিনে শনাক্তের এই সংখ্যা সারাবিশ্বের মধ্যে যেকোনো দিনের জন্য সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অক্সিজেন সংকট কয়েকঘণ্টার ব্যবধানে এক হাসপাতালে ২৫ রোগীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

ভয়েস ডিজিটাল ডেস্ক

অক্সিজেন সংকটের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লীর একটি হাসপাতালে মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে গত রাতে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাসপাতালটির চিকিৎসা পরিচালক ড. ডিকে বালুজা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের হাসপাতালের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলোর সরবরাহ সন্ধ্যা ৫টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু এগুলো এসে পৌঁছায় মধ্যরাতে। ফলে এরই মধ্যে ২৫ জন রোগী মৃত্যু হয়েছে।

অন্তত ২১৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন এবং তাদের সকলের জন্যই অক্সিজেন প্রয়োজন বলে জানান তিনি।

জয়পুর গোল্ডেন হাসপাতালের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে সহায়তার জন্য আর্জি জানানো হয়েছে। বলা হয়েছে, হাসপাতালে বড় ধরনের মানবিক ট্রাজেডি আসতে চলেছে। ইতিমধ্যে ২৫টি জীবন হারিয়েছি। আমরা অক্সিজেনের জন্য সহায়তা চাচ্ছি। আপনাদের আগে আমাদের চিকিৎসকরা আছেন। দয়া করে জীবন বাঁচান।

অন্যদিকে, ভারতে করোনায় দৈনিক মৃত্যু এক লাফে দুই হাজার ৬২৪ এ। একইসময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার মানুষ। একদিনে শনাক্তের এই সংখ্যা সারাবিশ্বের মধ্যে যেকোনো দিনের জন্য সর্বোচ্চ।